সাফজয়ীদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস
নেপালকে ২-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা টানা দ্বিতীয়বার নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলটির এই সাফল্যে উচ্ছসিত পুরো দেশবাসী। তাই দেশের ফুটবলে বড় সাফল্য এনে দেওয়া এই নারীদের বরণ করার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা খাতুন ও তার দলকে বরণ করতে ছাদখোলা বাস নিয়ে বিমানবন্দরে যাবে বাফুফে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা প্রদক্ষিণের জন্য সাফজয়ী সাবিনা খাতুনের দল প্রস্তুত, যেখানে তাদের অভ্যর্থনার জন্য বিআরটিসি’র ছাদখোলা বাসটি সজ্জিত করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবারের সাফ শিরোপা ঘরে আসার আগেই বিআরটিসির সঙ্গে এই বিশেষ বাসের জন্য যোগাযোগ সম্পন্ন করেছিল।
দুই বছর আগে সাবিনাদের সাফ জয়ের পর সরকার দোতলা একটি বাসের ছাদ কেটে ঢাকাবাসীর উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এবার বিআরটিসির পর্যটন ব্যবস্থায় থাকা ছাদখোলা বাসগুলোর মধ্যে একটি সাবিনাদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।
কমলাপুর বিআরটিসি ডিপোতে রাতভর এই বাসটির ব্র্যান্ডিংয়ের কাজ সম্পন্ন করা হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর সোনার মেয়েরা ঢাকার রাস্তায় প্রদক্ষিণ করে বাফুফে ভবনে আসবেন, যেখানে তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ দল আজ দুপুর ২টা ১৫ মিনিটে নেপাল থেকে দেশে ফিরবে।
এই বিশেষ অনুষ্ঠানে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যারা গর্বের এই অর্জনের সাক্ষী হয়ে থাকবেন ঢাকার জনগণের সাথে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত