ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২৪, ০২:০৯  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২৪, ০২:০৯

দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মাদিউর রহমান মাহাদীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করে। জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহাদীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত