আফগানদের বিপক্ষে খেলবেন না সাকিব

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২৪, ০২:৩৫  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২৪, ০২:৩৫

বাংলাদেশের আসন্ন আফগানিস্তান সিরিজে খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন যে অভিজ্ঞ এই অলরাউন্ডার সিরিজে থাকবেন না।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে, যেখানে সাকিবের খেলা নিয়ে আগে থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে আজ চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ সাকিবের অনুপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন।

প্রথমে বুধবারের (৩০ অক্টোবরের) বোর্ড সভায় সাকিবের খেলা নিয়ে কিছু আশাবাদ প্রকাশ করেছিলেন ফারুক আহমেদ, তবে আজকের সিদ্ধান্তে এই সিরিজে সাকিবের অংশগ্রহণের সম্ভাবনা একেবারে নাকচ হয়ে গেছে।

সাকিব অবশ্য তার অংশগ্রহণের সিদ্ধান্ত বিসিবির ওপর ছেড়ে দিয়েছিলেন, যেখানে তিনি ক্রিকবাজকে বলেছিলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’

এদিকে, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সাকিব দেশে ফেরার পরিকল্পনা করলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বিদায় জানানোর ইচ্ছে থাকলেও, এটি বাস্তবায়িত হয়নি। ফারুক আহমেদ এ প্রসঙ্গে জানান যে এ বিষয়ে বিসিবির কোনো দায় নেই; বাহ্যিক কারণে সাকিবের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তিনি ফিরতে পারেননি।

উল্লেখ্য, সাকিব আগেই জানিয়েছেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চান। এখন দেখার বিষয় তার সেই স্বপ্ন পূরণ হয় কি না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত