সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের জন্য পুরস্কারের ঘোষণা বিসিবির
দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। তাদের এমন সাফল্যে সারা দেশেই উৎসবের আমেজ বিরাজ করছে। জাতির এই গর্বিত মুহূর্তে বাংলাদেশের নারী ফুটবলারদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, সাবিনাদের এই অর্জনে দেশের মানুষ গর্বিত এবং বিসিবিও তাদের পাশে রয়েছে। ফারুক আহমেদ বলেন, ‘আমরা বিসিবির পক্ষ থেকে তাদের পুরস্কৃত করব। এটা আমাদের জন্য একটি সম্মানের বিষয়। তারা দেশের জন্য টানা দুইবার এমন গৌরব বয়ে এনেছে। পুরস্কারের পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলতে চাই না, তবে আমাদের ডিরেক্টরদের সঙ্গে আলোচনা করে আমরা ভালো পরিমাণের পুরস্কার দেওয়ার চেষ্টা করব।’
দেশে ফিরেই ছাদখোলা বাসে করে এই সাফল্য উদযাপনে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ট্রফি জয় দেশের ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। মেয়েদের ধারাবাহিক এই সাফল্যে জাতীয় দল আরও সমৃদ্ধ হয়েছে। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, সানজিদা আক্তারদের মতো প্রতিশ্রুতিশীল খেলোয়াড়রা তাদের পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছেন।
বিসিবির পুরস্কারের এই ঘোষণা নারী ফুটবলারদের উৎসাহ জোগাবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত