জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৩৭  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৩৭

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থীকে পেটান এবং ধাওয়া দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থীরা ওই এলাকায় একত্র হলে সেখানে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সংঘর্ষ হয়।

জানা গেছে, সন্ধ্যার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়। সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হয়।

তবে, দুই পক্ষই দাবি করেছে, তাদের ওপর আগে হামলা করা হয়েছে।

বিস্তারিত আসছে…

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত