গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক ডা. সামছুল আলম

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৪, ০২:২১  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৪, ০২:২১

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হয়েছেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় জোটের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন বিকেলে গণতান্ত্রিক বাম ঐক্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) থেকে জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সামছুল আলম।

গণতান্ত্রিক বাম ঐক্যের বিদায়ী সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দেশের যুগসন্ধিক্ষণে বিচক্ষণতার সঙ্গে যথাযথ দায়িত্ব পালন করার জন্য গণতান্ত্রিক বাম ঐক্যের বিদায়ী সমন্বয়ক হারুন আল রশিদ খানের ভুয়সী প্রশংসা করেন জোটের শরিক সংগঠনের নেতারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত