সৌদি আরবে বাইক রাইডারদের নিয়ে নতুন সিদ্ধান্ত
সৌদি আরবে মোবাইল অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারি সেবায় নিয়োজিত বাইক রাইডারদের জন্য এসেছে দুঃসংবাদ। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষ থেকে নতুন নির্দেশ না আসা পর্যন্ত ডেলিভারি বাইকারদের জন্য লাইসেন্স প্রদান আপাতত বন্ধ ঘোষণা করেছে।
সোমবার (১৪ অক্টোবর) এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষের মুখপাত্র সালেহ আল জাওয়াদ এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব কোম্পানি মোবাইল অ্যাপের মাধ্যমে বাইক ডেলিভারি সেবায় যুক্ত ছিলেন, তাদের লাইসেন্স সরবরাহ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এর ফলে নতুন করে বাইক ডেলিভারির লাইসেন্স দেওয়া আপাতত বন্ধ রয়েছে। সৌদি গেজেট এবং আল ইকতিসাদিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ নির্দেশনা জারি করার পর নিরাপত্তা কর্তৃপক্ষ রিয়াদ শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন বেশ কয়েকজন বাইক চালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ডেলিভারি কাজ চালিয়ে যাচ্ছিলেন, তবে তাদের কাজের জন্য অনুমোদিত কোনো লাইসেন্স ছিল না এবং তারা ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন।
প্রসঙ্গক্রমেই করোনা মহামারির পর থেকে সৌদি আরবে মোবাইল অ্যাপ ব্যবহার করে ডেলিভারি সেবা বাড়তে শুরু করে। অনলাইন শপিং এবং খাবার সরবরাহের চাহিদা বৃদ্ধির কারণে ডেলিভারি বাইকারদের চাহিদাও ব্যাপক বেড়ে যায়। এ খাতে কর্মসংস্থান ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়, ফলে নতুন অনেক প্রতিষ্ঠান এ ব্যবসায় যুক্ত হতে শুরু করে।
এদিকে নতুন লাইসেন্স প্রদান বন্ধ হওয়ায় এ খাতে কর্মরত ডেলিভারি রাইডাররা সামনের দিনগুলোতে বেশ সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন। যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে লাইসেন্স নিতে চান, তারা এখন এ সেবায় পুনরায় যুক্ত হতে পারছেন না। এতে করে ডেলিভারি কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়তে পারে এবং ডেলিভারি সেবার মান কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারের এরকম সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে জানা যায়, ডেলিভারি বাইকারদের ওপর নিরাপত্তা নজরদারি জোরদার করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন কমাতে নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ লাইসেন্স সরবরাহের প্রক্রিয়া পুনঃমূল্যায়ন করছে এবং নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। এর মাধ্যমে ডেলিভারি সেবায় নিয়োজিত বাইকারদের আরও কঠোর বিধিনিষেধের মধ্যে আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়াও সৌদি আরবের ট্রান্সপোর্ট খাতের নীতিমালা পরিবর্তনের কারণে ডেলিভারি কোম্পানিগুলোকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত বাইক রাইডারদের লাইসেন্স প্রদান বন্ধ থাকায় খাতটিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত