পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বিপ্লব গ্রেপ্তার
| আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৪:২৪
| প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ০৪:২৪
পিরোজপুরের নাজিরপুরে আলী আজম বিপ্লব (৩৫) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে তার নিজ বাড়ি মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী আজম বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মাটিভাংগা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। বিপ্লব মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নওশের আলী শেখের ছেলে।
নাজিরপুর পুলিশের ওসি আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী আজম বিপ্লবের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিস্ফোরক আইন ও নাজিরপুরে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় মামলা ছিল। তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত