শেখ হাসিনার বিচার দাবিতে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫১  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫১

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের টোলারবাগ থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর-২ নম্বর শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আকরাম আহমেদ বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা। 

তিনি বলেন, দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা। 

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ থানা ও ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশ নেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত