ঠাকুরগাঁওয়ে স্কুল মাঠে ৯১ শিক্ষার্থীর কোরআন খতম
বিদ্যালয়ের মাঠের টেবিলে সাজানো হয়েছে পবিত্র কোরআন শরীফ। সেখানে বসে কোরআন তেলোয়াত করছেন স্কুলের শিক্ষার্থীরা। কয়েক ঘণ্টার মধ্যে খতম দেওয়া হয় কোরআন শরীফ। এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার (২ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের কোরআন খতমের মধ্য দিয়ে এমন ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের পঞ্চম বর্ষপূর্তি ছিল আজ। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন খতম দেওয়া হয়। স্টার মডেল স্কুলের এমন মনোমুগ্ধকর আয়োজনে আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা খুশি।
বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির জাহান মিম বলেন, আমাদের বিদ্যালয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কোরআন শেখানো হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সহপাঠী ও ছোট ভাই-বোনেরা মিলে কোরআন খতমের মাধ্যমে দিনটি উদযাপন করলাম।
আরেক শিক্ষার্থী তাহসিন তাহিয়া রিদি বলে, আজকের দিনটি মনে রাখার মতন। আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকলে মিলে কোরআন তেলাওয়াত করতে পেরে অনেক খুশি।
বিদ্যালয়টির পরিচালক রেজাউল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চা করা হয়। সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয়গ্রন্থ পড়াশোনা করা হয়। এরই অংশ হিসেবে ৯১ জন শিক্ষার্থী আজ কোরআন তেলাওয়াত করেছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের চিন্তা করেছি।
মাওলানা মকিম উদ্দীন খুরশিদ বলেন, পাশ্চাত্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমাদের সন্তানরা বিভিন্ন দিবস উদযাপন করত। আজকের এমন মনোমুগ্ধকর আয়োজন মন কেড়ে নিয়েছে। আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান চর্চা হবে এতটুকু প্রত্যাশা রাখি।
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন খতম দেখে হৃদয়ে স্পন্দনের সৃষ্টি হয়েছে। তাদের চিন্তা-চেতনা ও তেলাওয়াত সবার মনে আলাদা জায়গা করে নিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়টির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম বলেন, বিদ্যালয়টির শুরু থেকে নৈতিক শিক্ষার চর্চা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আমরা চেষ্টা করে যাচ্ছি একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ার জন্য। ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। সে কারণে এমন আয়োজনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত