জাপানে ভারি বৃষ্টি, ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান

| আপডেট :  ০২ নভেম্বর ২০২৪, ০৩:০৯  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২৪, ০৩:০৯

জাপানের পশ্চিামঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে। এতে ভূমিধস এবং বন্যার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ বৃষ্টিপাতের অঞ্চলের প্রায় দুই লাখ লোককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আরব নিউজ ও এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে উষ্ণ, আর্দ্র বায়ু পশ্চিম জাপানে বজ্রঝড়সহ ভারি বৃষ্টিপাত ঘটাচ্ছে। শনিবার পশ্চিম জাপান এবং রোববার পূর্ব জাপানে ভূমিধস ও বন্যার প্রভাব পড়তে পারে। এ কারণে পূর্বসতর্কতা আবশ্যক। মানুষজনকে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে যেতে হবে।

শহরের একজন কর্মকর্তা বলেন, মাতসুয়ামা শহর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বাড়িঘর ছাড়ার এ আহ্বান বাধ্যতামূলক না।

এদিকে বৃষ্টির কারণে টোকিও এবং দক্ষিণ ফুকুওকা অঞ্চলের মধ্যে চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেনগুলো সকালে স্থগিত করা হয়েছিল। পরে বিলম্বিত সময়সূচিতে পুনরায় চালু করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত