রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

| আপডেট :  ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪৪  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪৪

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ইমরুক কায়েস নামক এক ব্যক্তিকে হত্যাচেষ্টা অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

শনিবার (০২ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেড (সিএমএম) আদালতে রিমান্ড শেষে আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। 

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে আটক রাখার আবেদনে বলা হয় -পুলিশ হেফাজতে নিয়ে আসামিকে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত বলে মৌখিকভাবে স্বীকার করলেও একেক সময় একেক ধরনের কথা বলেন। কাজেই আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এছাড়াও তাকে আদালতে জবানবন্দি প্রদানের জন্য বললে আসামি কৌশলে এড়িয়ে যান এবং জবানবন্দি প্রদানে অনিচ্ছা পোষণ করেন।

আবেদনে আরও বলা হয়, ভুক্তভোগী ইমরুক কায়েসকে হত্যাচেষ্টার বিষয়ে সাধন চন্দ্র মজুমদার জ্ঞাত আছেন এবং মামলার ঘটনায় পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়াসহ মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। কাজেই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে জানায় পুলিশ। 

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন ও উন্নত চিকিৎসা চেয়ে প্রদানের আবেদন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত