বিএনপির ২ নেতা বহিষ্কার

| আপডেট :  ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮  | প্রকাশিত :  ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮

সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২ নেতা বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলমকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোরশেদ হাবিব সোহেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এর আগে দরপত্র জমাদানে বাঁধা দেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্তসহ যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃত তিন নেতা হলেন, লালমনিরহাট জেলা যুবদলের সহসভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোমিনুল ইসলাম মমিন ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দখল, টেন্ডার সন্ত্রাস, দলীয় শৃংখলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলা যুবদলের সহসভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোমিনুল ইসলাম মমিন ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। ওই বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করার কথাও উল্লেখ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত