সড়ক দুর্ঘটনা রোধে ববি প্রশাসনের নানা উদ্যোগ

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাক-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনা রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩ নভেম্বর) সকালে দ্রুত সময়ের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন করতে কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ, রেলিংসহ ফুটপাত নির্মাণ, স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, জেব্রা ক্রসিং স্থাপন, গতি সীমা নির্ধারণ ও মহাসড়কে লাইটিংয়ের কাজ শুরু হয়েছে। পরিদর্শনকালে উপাচার্য সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। যতদ্রুত সম্ভব  স্পিড ব্রেকার, রাম্বল স্ট্রিপ ও জেব্রা ক্রসিং স্থাপনসহ গাড়ির গতিসীমা নির্ধারণের বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রতিনিধি দলকে তাগিদ  দেন।

এ ছাড়াও সড়কে দ্রুত লাইটিংয়ের জন্য পল্লিবিদ্যুৎ অফিস এবং দুর্ঘটনা রোধে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে সর্বাত্মক সহায়তা কামনা করেন উপাচার্য। একইসঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে রাস্তা পারাপারে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এ সময় অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক, সহকারী প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম, উপপ্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীনসহ সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত