নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ২০

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৩  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৩

ভারতের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ৬৫০ ফুট গভীর খাদে পড়েছে। এতে অন্তত ২০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

সোমবার (০৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, ভারতের উত্তরখণ্ডের আলমোরা জেলায় বাস খাদে পড়ে ২০ জন নিহত হয়েছেন। ৪৫ সিটের বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার পথে মারচুলা এলাকায় সকালে ৬৫০ ফুট গভীরে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। 

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে বলা হয়েছে। সাামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আলমোরা জেলার মারচুলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দলগুলোকে উদ্ধার অভিযান ও তাদের চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে। 

মুখ্যমন্ত্রী বলেন, সড়ক পরিবহন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি ও আহতদের এক লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত