পুরস্কৃত হলেন মীম
হালের সংগীতশিল্পী প্রমা জামান মীম। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে আধুনিক-লোকগানে তালিকাভুক্ত শিল্পী তিনি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংইয়ে পড়াশোনা করলেও গান নিয়েই এগিয়ে যেতে চান মীম। গানের টেলিভিশন শো, নাটক ও বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে।
সম্প্রতি এই শিল্পীর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। ‘মেঘের চাদর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে পেয়েছেন ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা।
মীম বলেন, আমি ছোটবেলা থেকেই স্কুল কলেজে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু এমন বড় আয়োজন যেখানে দেশের বড় বড় অনেক শিল্পী বিভিন্ন মাধ্যমের তারা পুরস্কৃত হয়েছেন সেই তালিকায় আমিও আছি, এটা আসলে আমার জন্য অনেক আনন্দের। এটি আমার আমার শিল্পী হিসেবে প্রথম অ্যাওয়ার্ড প্রাপ্তি।
নাটক, বিজ্ঞাপনে গানের পাশাপাশি নিজের কিছু মৌলিক গান নিয়েও কাজ করছেন মীম। তিনি বলেন, টেলিভিশন প্রোগ্রাম করার পাশাপাশি কিছু মৌলিক গান নিয়েও কাজ করছি। এসব গান দ্রুতই শেষ হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত