মেসিই সর্বকালের সেরা, তবে আমার অনুপ্রেরণা নেইমার: ইয়ামাল
বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল সম্প্রতি তার ফুটবল আদর্শ ও অনুপ্রেরণা সম্পর্কে জানিয়েছেন। ১৭ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার বার্সার হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন এবং তার খেলা যেমন আলোচিত হচ্ছে, তেমনি তার ফ্যাশন সচেতনতাও সবার নজর কেড়েছে।
২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে শিরোপা জিতে এবং প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে কোপা ট্রফি জয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন ইয়ামাল। লা লিগার চলতি মৌসুমেও বার্সার সাফল্যের সঙ্গী হয়ে শীর্ষে অবস্থান করছে তার দল। অক্টোবরে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে পরাজিত করার ম্যাচে তার নৈপুণ্য বিশেষভাবে প্রশংসিত হয়।
সম্প্রতি হাইস্নোবাইটি ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, তিনি তার ফুটবল ক্যারিয়ারের শুরুতে নেইমারের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছেন। তার ভাষায়, ‘মেসি অবশ্যই সর্বকালের সেরা এবং তার খেলা উপভোগ করি। তবে ছোটবেলায় নেইমার আমার আদর্শ ছিল, তার খেলার ধরন ও স্টাইল আমাকে নতুন কিছু করতে উদ্বুদ্ধ করেছে। আমি নেইমারের সব ভিডিও দেখেছি।’
ফ্যাশন নিয়েও রয়েছে ইয়ামালের বিশেষ আগ্রহ। এল ক্লাসিকো ম্যাচে বার্সার ঐতিহ্যবাহী নীল ও লাল রঙে বিশেষ ডিজাইনের গয়না ও ব্রেসলেট পরতে দেখা যায় তাকে, যা ফ্যাশন ব্র্যান্ড টু-জেসির তৈরি। ইয়ামাল বলেন, ‘আমি গয়নার ভিন্নধর্মী ডিজাইন পছন্দ করি এবং চেষ্টা করি এমন কিছু পরতে যার অর্থ আছে। টু-জেসির সাহসী ডিজাইন আমাকে নতুন কিছু করতে উৎসাহিত করে।’
এছাড়া স্পেন জাতীয় দলের হয়ে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের ইচ্ছার কথাও জানান ইয়ামাল। তিনি বলেন, ‘আমি বার্সা ও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে চাই। বয়সে আমি এখনও তরুণ, শিখছি এবং উন্নতির চেষ্টা করছি। বিশ্বকাপে খেলার স্বপ্ন আমারও রয়েছে।’
“Messi is obviously the greatest of all time and someone I always enjoy watching, but my idol when I was younger was Neymar because of his way of playing and his style.”Lamine Yamal gets into idols, fashion, and football with Highsnobiety https://t.co/28cucEPlR1 pic.twitter.com/IIIVhg8rwG— highsnobiety (@highsnobiety) October 29, 2024
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত