সালমানকে নতুন করে প্রাণ নাশের হুমকি

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০১:২৪  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০১:২৪

বলিউড সুপারস্টার ও ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান । মৃত্যু হুমকি যেন তার পিছু ছাড়ছে না।

সালমান খান আগে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন লরেন্স বিষ্ণই গ্যাংয়ের কাছ থেকে। তবে এবার আবারও নতুন করে প্রাণনাশের হুমকি পেলেন তিনি। খবর: পিঙ্কভিলা
জানা যায় বিষ্ণই সম্প্রদায় সালমানকে মন্দিরে ক্ষমা চাইতে বলে অথবা তাদেরকে ৫ কোটি রুপি দিতে হবে বলে দাবি জানিয়েছে। 

সোমবার ৪ নভেম্বর রাতে লরেন্স বিষ্ণইর ভাইয়ের হোয়াটসআপে পাঠানো প্রাণনাশের হুমকির বার্তা পায় মুম্বাই পুলিশ ট্রাফিক কন্ট্রোল রুম।
সেই বার্তায় জানানো হয়, যদি সালমান বেঁচে থাকতে চায় তবে তাকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নয়তো ৫ কোটি রুপি দিতে হবে। যদি সে এটা না করে, আমরা তাকে হত্যা করব। আমাদের গ্যাং এখনো সক্রিয় রয়েছে।
এপরই সালমানকে পাঠানো প্রাণনাশের হুমকির বার্তাটি নিয়ে পুলিশ অনুসন্ধান করে যাচ্ছে এবং এর পেছনে থাকা ব্যক্তিটিকে খুঁজে বের করার  চেষ্টা করছে।

বাবা সিদ্দিকি হত্যার পর থেকে সালমানের কাছে প্রাণনাশের হুমকির বার্তা আসছে বেশি। এই হত্যাকে কেন্দ্র করে মুম্বাই পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তর চলাকালে মুম্বাই পুলিশের কাছে একটি মৃত্যু হুমকির বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়, সালমানকে খুন করা হবে। এই হুমকির পরেই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত