আমেরিকা রক্ষায় ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন : ট্রাম্প

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০২:২৫  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০২:২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার (৫ নভেম্বর)। ভোটের আগের দিন সোমবার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার চালিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ‘আমেরিকাকে বাঁচানোর জন্য ঈশ্বর হয়তো তাকে বাঁচিয়েছেন’।

ট্রাম্প মনে করেন, তিনি এই বছরের শুরুতে যে হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন তার কারণ, ঈশ্বর তাকে আবার রাষ্ট্রপতি করার পরিকল্পনা করেছিলেন।

তিনি বলেন, ‘মাত্র কয়েক মাস আগে পেনসিলভানিয়ার একটি সুন্দর মাঠে একজন ঘাতক আমাদের মহা অগ্রযাত্রায় হামলা করে। সে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অগ্রযাত্রাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু মৃত্যুর হুংকারে আমাদের কোনোভাবেই থামাতে পারেনি। এটি কেবল আমরা যে কাজটি শুরু করেছি তা শেষ করার জন্য আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে। আমি আপনাকে বলব,  সেই দিনটি সুখকর ছিল না। হ্যাঁ, সেই দিনটি সুখকর ছিল না। কিন্তু অনেকে বলে আমেরিকাকে বাঁচানোর জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন।’

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম এই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে যাচ্ছেন কমলা হ্যারিস এবং রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে ৭টি গুরুত্বপূর্ণ রাজ্য মূল ভূমিকা পালন করবে। কারণ এগুলোতে ভোটের ফলাফল নির্ধারণ করা কঠিন, রাজ্যগুলোতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান প্রার্থীদের সমর্থন প্রায় সমান। তাই দোদুল্যমান এই অঙ্গরাজ্যগুলোর দিকেই নজর সবার। এমনকি দুই প্রার্থীও এই অঙ্গরাজ্যগুলোর ভোটারদের দিকে তাকিয়ে আছেন।

এর মধ্যে রবিবার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণার সময় গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন কমলা হ্যারিস। আরব আমেরিকানদের ভোটারদের সমর্থন পেতেই এই ধরনের প্রতিশ্রুতি দেন তিনি।

কমলা বলেন, গাজায় মৃত্যু ও ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে এ বছরটি কঠিন ছিল। ক্ষমতায় এলে গাজায় যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ইসরাইলের নিরাপত্তার কথাও উঠে আসে কমলার বক্তব্যে।

একই দিন পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় অংশ নেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে ট্রাম্প বলেন, ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত। রিপাবলিকান পার্টি জিতলে আগামী চার বছর স্বর্ণযুগে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তবে বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনে জিতে যে দলই ক্ষমতায় আসুক না কেন মার্কিন নীতিতে খুব একটা পরিবর্তন আসবে না। রিপাবলিকানরা জিতলে হয়তো যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি একটু কঠিন হবে যা ডেমোক্র্যাটদের সময়ে তুলনামূলক সহজ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত