শ্বশুরকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০২:৫৭  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০২:৫৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মেয়ের জামাইয়ের হাতে কুদ্দুস শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার রাজপাট ইউনিয়নের রাজপাট গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস শেখ দক্ষিণপাড়া এলাকার মৃত আবুল হাসেম শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত কুদ্দুস শেখ ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে একটু দূরে গেলে মেয়ের জামাই মো. রফিকুল ইসলাম তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। যৌতুক চাওয়াকে কেন্দ্র করে নারী নির্যাতন মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের জামাই রফিকুল সরদার হত্যাকাণ্ড ঘটিয়েছে। থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত