যুক্তরাষ্ট্রে চলছে ভোট, ট্রাম্প-হ্যারিস কোথায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরের কাটা ৬টার ঘরে যেতেই বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু করা হয়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়ে ভোটগ্রহণ চলছে। কিন্তু সবার কৌতূহল জেগেছে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস কোথায়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মিশিগানে নির্বাচনের দিনের প্রথম ঘণ্টা কাটিয়েছিলেন। এখানেই তিনি রাতে নির্বচনী সমাবেশ করেছিলেন। মিশিগান থেকে তিনি ফ্লোরিডায় গেছেন বলে জানা গেছে।
রিপাবলিকান প্রার্থী ফ্লোরিডায় দিনটি কাটানোর পরিকল্পনা করেছেন। সেখানে তিনি নিজের ভোট দেবেন। রাতে পাম বিচে এক পার্টির আয়োজন করেছেন তিনি। সেখানে আমোদ-ফূর্তির ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে রাতে হ্যারিস ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিকভাবে কালো চামড়ার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বলে পরিচিত। কমলা এখান থেকে ১৯৮৬ সালে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। হাওয়ার্ড ছাড়া নির্বাচনের দিনের জন্য তার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
সর্বশেষ খবর অনুযায়ী, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকরা সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের আয়োজন করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত