ইনজুরি গুরুতর নয় বলে জানালেন নেইমার

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৬  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৬

সকালে উঠেই ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের ইনজুরির খবর দেখে নির্ঘাত মন খারাপ হয়ে যাওয়ার কথা ব্রাজিলের ফুটবল ভক্তদের। একে তো বড় ও গুরুতর এক ইনজুরি থেকে এক বছর পর মাঠে ফিরে আসেন নেইমার, এখন দুই ম্যাচ খেলতে না খেলতে আবার ইনজুরি! স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা ফুটবল ভক্তদের। মন খারাপ হয়ে থাকা ভক্তদের অবশ্য সুখবর দিলেন নেইমার নিজেই, জানালেন তার এই ইনজুরি গুরুতর কিছু নয়।

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার সোমবার (৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের হয়ে ইস্তেগলালের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছেড়ে যাওয়ার পর সমর্থকদের আশ্বস্ত করে বলেন, এটি ‘শক্ত ক্র্যাম্প’ ছাড়া আর কিছু নয়।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৩০ মিনিট পর মাঠ ছাড়েন নেইমার। দীর্ঘদিনের এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরি থেকে ফিরে আসার পর এটি তার দ্বিতীয় ম্যাচ। তিনি জানান, মাঠে নামার আগে মেডিকেল টিম তাকে সতর্ক করেছিলেন যে পুনরুদ্ধারের সময় পেশির এমন সমস্যা হতে পারে। ইনজুরি সম্পর্কে নেইমার ইনস্টাগ্রামে বলেন, ‘এটি শুধু একটি শক্ত ক্র্যাম্পের মতো অনুভূত হচ্ছিল! কিছু টেস্ট করাবো, আশা করি গুরুতর কিছু নয়।’

৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা দুই সপ্তাহ আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরে আসেন। এর আগে গত বছরের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে গিয়ে তার এসিএল ইনজুরি হয়েছিল। দীর্ঘ এক বছর পর মাঠে ফিরে নেইমার আত্মবিশ্বাসী এবং বুঝতে পারছেন যে ধীরে ধীরে নিজেকে পুরো সময়ের জন্য প্রস্তুত করতে হবে। ‘ডাক্তাররা আগেই সতর্ক করেছিলেন, তাই আমাকে সতর্ক থাকতে হবে এবং আস্তে আস্তে বেশি মিনিট খেলতে হবে।’

২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট-জার্মেই থেকে প্রায় ৯০ মিলিয়ন ইউরো (৯৭.৯ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে আল হিলালে যোগদানের পর থেকে নেইমার শুধুমাত্র সাতটি ম্যাচ খেলেছেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত