সিরাজগঞ্জে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে আটক ৭

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬

সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা আদায়কালে সাত যুবককে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের আলমপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ১৬৩ টাকা, ৮টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার আটক প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাজিপুরের আলমপুর এলাকার বাবু, হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), মো. সোহেল, বেলাল (৩০), সজীব (১৯) ও মো. রুবেল (৩০)।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচল করা থ্রি-হুইলার থেকে শুরু করে সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত। এমন তথ্য পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। 

তিনি জানান, আটক ব্যক্তিদের ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা ১১ হাজার টাকা এতিমখানায় বিতরণসহ চাঁদা আদায়ের রশিদগুলো পুড়িয়ে দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত