৪৭ প্রতিষ্ঠানকে জরিমানাসহ ৪০৪৪ কেজি পলিথিন জব্দ

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ১০:০১  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ১০:০১

পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানাসহ ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) এক অভিযানে পরিবেশ অধিদপ্তর ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করে।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করার দায়ে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৫ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে ৪৭ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। আনুমানিক ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারমার্কেটে পলিথিন এবং পলিপ্রোপিলিন ব্যাগ ব্যবহার ও উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত