দোদুল্যমান রাজ্যগুলোতেও এগিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১১ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৫৩ ইলেক্টোরাল ভোট।
প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট।
এ দিকে নির্বাচনের আগে থেকেই সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যেগুলোর দিকে সবার নজর ছিল। দোদুল্যমান সেই রাজ্যগুলো হল, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এখন সব কয়টিতে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির তথ্যমতে, ইতোমধ্যে এসব অঙ্গরাজ্যের তিনটি অ্যারিজোনা, মিশিগান ও উইসকনসিনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই তিন রাজ্যের মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১৫টি এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে। নিউইয়র্ক টাইমস অনুসারে, মিশিগানে ও উইসকনসিনে এগিয়ে ট্রাম্প, তবে অ্যারিজোনায় দুজনেই সমান ভোট পেয়েছে।
গতবার মিশিগানে জয় পেয়েছিলেন বর্তমান ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে জয় পান বর্তমান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনায় ২০২০ সালে জো বাইডেন জিতেছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত