গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে : মীর হেলাল

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২৪, ০১:১১  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২৪, ০১:১১

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ফ্যাসিবাদী চেতনা দ্বারা কলুষিত শাসনব্যবস্থার মূল উৎপাটন করে গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) ফটিকছড়ির নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মীর হেলাল বলেন, শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে দেশের জন্য কাজ করতে হবে আমাদের। আমাদের জাতীয় মুক্তি অর্জন ও দেশের উন্নয়ন-অগ্রগতি নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদী চেতনা দ্বারা কলুষিত শাসনব্যবস্থার মূল উৎপাটন করতে হবে।

নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য, অধ্যাপক ফউজিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাকের হোসেন, আমিনুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম টুটুল, রহমত উল্লাহ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. সাব্বির হোসেন সাকিব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত