অবশেষে নাসুম-নাহিদের ভিসা সমস্যার সমাধান

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২৪, ১০:১৪  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২৪, ১০:১৪

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নিতে ইতিমধ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে স্কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও ভিসা জটিলতায় দুই খেলোয়াড় নাসুম আহমেদ ও নাহিদ রানা দেশে আটকে ছিলেন। অবশেষে সেই সমস্যার সমাধান হওয়ায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ভিসা ইস্যু কেটে গেছে এবং এর ফলে নাসুম ও নাহিদ দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগে ভিসা সমস্যার কারণে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১৩ জনের দল নিয়ে প্রথম ওয়ানডের একাদশ সাজাতে বাধ্য হয় টাইগাররা।

 

প্রথমবারের মতো জাতীয় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা। তানজিম হাসান সাকিবের কাঁধের চোট থাকায় নাহিদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরে আসছেন স্পিনার নাসুম আহমেদ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর প্রথম সিরিজেই তিনি ফিরলেন।

 

প্রথম ম্যাচে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান টসে জিতে ব্যাটিং করার পর হাশমতউল্লাহ শহিদী ও মোহাম্মদ নবির ফিফটির কল্যাণে ২৩৬ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে। এই লক্ষ্যে জয় পেতে লড়ছে বাংলাদেশ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত