দুই ফরম্যাটে ধবলধোলাই হয়ে রাতে দেশে ফিরছে শান্তরা

| আপডেট :  ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৩  | প্রকাশিত :  ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৩

ভারতে হতাশাজনক সফর শেষে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই দল গত মাসে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গেলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ভারতের মাটিতে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক পারফরম্যান্স করে বাংলাদেশ দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে পরাজিত হওয়ার মূল কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতা উঠে এসেছে। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের ফর্মহীনতা পুরো সিরিজেই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একই অবস্থা ছিল টি-টোয়েন্টি সিরিজেও। সেখানে ব্যাটারদের নাজুক পারফরম্যান্সের কারণে কোনো জয় পায়নি বাংলাদেশ।

সফর শেষে রোববার (১৩ অক্টোবর) রাত ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ দল। খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন। তবে বেশি দিন বিশ্রাম নেয়ার সুযোগ থাকছে না তাদের জন্য, কারণ কয়েকদিনের মধ্যেই শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি ক্যাম্প।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত