ঘরে আসছে নতুন অতিথি
| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪৭
| প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪৭
বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। অভিনেয় থেকে এখন অনেকটাই আছেন দূরে। তবে এবার সবাইকে দিলেন সুখবর। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। খবর: বলিউড হাঙ্গামা
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আথিয়া শেঠি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, আগামী বছরেই তাদের ঘরে আসবে নতুন সন্তান। একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন, ২০২৫।’ এরপরই শুভেচ্ছাবার্তায় ভরে যায় তার মন্তব্যের ঘর।
আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্হা, বণী কাপূর, এষা গুপ্তের মতো তারকারাও।
২০২৩ সালে ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেঠি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত