সম্পর্কের ইতি টানলেন কোরিয়ান এই তারকা জুটি
শোবিজে তারাকাদের প্রেম বিচ্ছেদ যেন কিছুই নয়। নিত্যদিনই কারো না কারো নতুন প্রেমে পড়ার খবর যেমন চাউর হয়, ঠিক তেমনি শিরোনাম আসে বিচ্ছেদেরও। এবার বিচ্ছেদের খবর এসেছে কোরিয়ান ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি কওয়াক সি ইয়াং এবং ইম হিউন জুর।
কোরিয়ান এই দুই তারকার বিচ্ছেদের গুঞ্জন আগেই এসে ছিল গণমাধ্যমে। এবার সেই গুঞ্জনের অবসান ঘটালেন এই তারকা জুটি। ভেঙেছেন তাদের দির্ঘদিনের সম্পর্ক। একপ্রকার আনুষ্ঠানিকভাবেই খবরটি নিশ্চিত করেছেন তারা। খবর: টাইমস এন্টারটেইনমেন্ট
কোরিয়ান গণমাধ্যমের সূত্রমতে, বেশকিছু দিন ধরেই কওয়াক সি ইয়াং এবং ইম হিউন জু নিজেদের মতো করে আলাদা আলাদা জীবনযাপন করছিলেন। এবার একে অপরকে শ্রদ্ধা জানিয়ে দুজনের পথ আলাদা করার সিদ্ধান্ত নিলেন। প্রেমের সম্পর্ক থেকে আলাদা হলেও বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন এই জুটি।
কোরিয়ান তারকা কওয়াক ও ইম এক সঙ্গে জুটি বেঁধে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বন্ধুত্ব, প্রেম বা পেশাগত দিক দিয়েও তারা সব সময় একে অপরকে সম্মান করে এসেছেন। তাদের এই বিচ্ছেদ ভক্তদের মনে বেশ আঘাত করেছে।
এদিকে বিচ্ছেদ, অপর দিকে তাদের দুজনারই মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন একটি টিভি সিরিজ। নাম ‘ব্লাক সল্ট ড্রাগন’।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত