ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাবাকাস প্লাস ক্যাম্পাসের উদ্বোধন

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৮  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৮

শিশুদের শিক্ষা কার্যক্রমে দক্ষ ও মাল্টি ট্যালেন্টেড হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করেছে এসআইপি অ্যাবাকাস প্লাস। 

শনিবার (৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে অ্যাবাকাস প্লাস ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শহরের অন্যতম বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠান ও ইন্টারন্যাশনাল কালারিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ ঘটে। 

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, এসআইপি অ্যাবাকাস প্লাসের কান্ট্রি ডিরেক্টর ডক্টর মো. মতিন আহমেদ, এসআইপি অ্যাবাকাস প্লাসের কান্ট্রি ডিরেক্টর মনির হাকিম, এসআইপি অ্যাবাকাস প্লাসের চেয়ারম্যান অধ্যক্ষ সোপানুল ইসলাম, দৈনিক কালবেলার জ্যেষ্ঠ সহসম্পাদক মো. ওয়াহেদুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফোজায়েল আহমেদ, আর্কিটেক্ট ইন্টেরিওর আশরাফ পিকো প্রমুখ। 

বক্তারা বলেন, অ্যাবাকাস, ব্রেইন জিম, স্পিড রাইটিং এই ৩টি বিষয়ের সমন্বয়ে বিশেষ কৌশল অবলম্বন করে যে কোনো শিক্ষার্থী বর্তমান থেকে পাঁচগুণ বেশি মেধাবী হতে পরে। এসআইপি অ্যাবাকাস প্লাস মূলত শিশুদের শিক্ষা কার্যক্রমে অধিক মনোযোগী ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করে। শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য এই প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত আমাদের দুপাশের ব্রেইন একসঙ্গে ব্যবহার করতে পারে না। এই প্রোগ্রামে এর ব্যবহার শেখানো হয়, যেন একজন মানুষের মনোযোগ ও কর্মদক্ষতা অনেক গুণ বাড়ে। 

বক্তারা আরও বলেন, বর্তমানে সরাবিশ্বে নানা অস্থিরতা বিরাজমান। এই অস্থিরতা থেকে শিশু কিশোরদের মুক্ত রেখে তাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরদরে মানসিক বৃদ্ধি ও সৃজনশীলতার জন্য অ্যাবাকাসের বিকল্প নেই। বিশেষ করে উন্নত বিশ্বের অভিভাবকেরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অধিক সচেতন। তাই প্রতিযোগিতামূলক আগামী বিশ্বে সন্তানের টিকে থাকার জন্য এসআইপির যুগোপযোগী স্কিলগুলো তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। 

এদিকে এসআইপি অ্যাবাকাস প্লাস ক্যম্পাসের উদ্বোধন উপলক্ষে সদর উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে সপ্তম শ্রেণির ২ হাজার ৮শ শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কালারিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। আগামী ১৫ নভেম্বর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। এ ছাড়া ঢাকা থেকে আগত অ্যাবাকাস ক্যাম্পাসের শিক্ষার্থীরা অ্যাবাকাস শিক্ষা কার্যক্রমের বিভিন্ন কৌশল উপস্থিত সবার সামনে প্রদর্শন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত