হাথুরুর সর্বনাশে নাসুমের পৌষমাস
নাসুমের রাজকীয় প্রত্যাবর্তনে যেকোনো বাঙালি ক্রিকেটপ্রেমির মনে আসবে সেই প্রবাদ, কারো পৌষমাস তো কারো সর্বনাশ। দেশের ক্রিকেটের কথিত সফল কোচ চান্ডিকা হাথুরুসিংহে হঠাৎই বহিস্কার হন বিসিবি থেকে। কোনো নিয়ম মানার তোয়াক্কা না করা চান্ডিকা বহিস্কার হয়েছিলেন ওই নিযম ভঙ্গের কারণেই। ফারুক আহমেদের বোর্ডের সর্বনাশা বহিস্কার নাসুমের জন্য হয়ে ওঠেছে পৌষমাস।
ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মেরেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে নাজমুল হাসান পাপনের বোর্ড এ ঘটনার সত্যতা খুজে না পেলেও কোনো এক অদৃশ্য কারণে দল থেকে বাদ পড়েন নাসুম। মাঠের বাইরে বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে। ৮ মাস পর বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ফিরলেও নাসুমের ফেরাটা এই মঞ্চে আরও লম্বা সময়ের পর। তবে মাঠের খেলায় তার কোনো ছাপ নেই। লম্বা সময় পর ফিরেও ম্যাচের নায়ক বনে গেছেন এই স্পিনার।
আফগানেদের বিপক্ষে সিরিজ বাচানোর ম্যাচে নাসুমই পথ দেখিয়েছেন বাংলাদেশকে। ১৮৪ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন নাসুম আহমেদ। এক চার এবং দুই ছক্কায় নাসুমের ব্যাট থেকে আসে ২৫ রান। ৭ম উইকেট জুটিতে নাসুম-জাকেরের কল্যাণে বাংলাদেশ আফগানদের ছুড়ে দেয় ২৫৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
বল হাতেও দেখিয়েছেন চমক। ইমার্জিং এশিয়া কাপে আলোড়ন তোলা সেদিকুল্লাহ আতাল, আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই আর আল্লাহ গাজানফারের উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। ম্যাচ শেষে অধিনায়ক শান্তও প্রশংসা করেছেন এই স্পিনারের। জাকের-নাসুমের জুটিকেই ম্যাচের বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমার মনে হয় সবসময় খেলায় মনোযোগ ধরে রাখা উচিত এবং সে অইটাই করেছে। নাসুম এর আগেও ড্রেসিংরুমেও ছিল, ফলে মিরাজদের সাথে এডজাস্টমেন্টের কোনো সমস্যা হয়নি। ব্যাটিং-বোলিং যেভাবে করেছে সেটা দলকে সাহায্য করেছে এবং খুব সাহসের সাথে করেছে। ফলে তার অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে। আশা করব যে পরের ম্যাচেও সে এভাবেই করবে ইনশাল্লাহ।
সিরিজ বাচানোর ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার নাজমুল হোসেন শান্ত পেলেও এই ম্যাচ জয়ের যে নাসুম আহমেদ তা আর বলার অপেক্ষা রাখে না। পুরস্কার দিয়ে নাসুমের ইনিংসের পরিমাপ করাও সম্ভব নয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত