শিক্ষার্থী হত্যা মামলায় শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

| আপডেট :  ১০ নভেম্বর ২০২৪, ০২:৪২  | প্রকাশিত :  ১০ নভেম্বর ২০২৪, ০২:৪২

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত উপজেলা শ্রমিকলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাতে পরশুরাম থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, পরশুরাম উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি আবুল কালাম কালা (৪৮), পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহাদী হাসান (২৩) এবং চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব সাকিব (২৩)।

পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ফেনীর মহিপালের ছাত্র হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র হত্যা মামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (১০ নভেম্বর) সকালে কারাগারে পাঠানো প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত