ফ্যাসিবাদের ঠাঁই বাংলায় হবে না : সাদিক কায়েম

| আপডেট :  ১০ নভেম্বর ২০২৪, ০৪:২৬  | প্রকাশিত :  ১০ নভেম্বর ২০২৪, ০৪:২৬

ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে। কোনো ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলায় হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, হাসিনা এবং তার দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করতে চাই, আমরা আবু সাইদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদরা আমাদের পথপ্রদর্শক। প্রয়োজন হলে আবারও আমরা শহীদদের পথধরে জীবন দিতে প্রস্তুত আছি। 

তিনি বলেন, গুজবলীগ, খুনি হাসিনা ও ফ্যাসিবাদের দোসররা কেউ রাজপথে নেই। অথচ শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধের উত্তরসূরীরা সারাদেশের রাজপথ অলিগলিতে ছড়িয়ে আছে।

তিনি আরও বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এখনো অনেক স্বৈরাচারের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেজন্য ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে। আমি ছাত্র-জনতাকে অনুরোধ করছি, ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের আপনারা ধরিয়ে দিন। তাদের বিরুদ্ধে মামলা করুন। 

সাদিক কায়েম বলেন, আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে সবাইকে একসঙ্গে থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত