ভুয়া প্রজ্ঞাপন নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা

| আপডেট :  ১১ নভেম্বর ২০২৪, ১১:১৪  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২৪, ১১:১৪

সম্প্রতি বিভিন্ন সংস্থায় কর্মরত মাস্টার রোলের কর্মচারীদের চাকরি সাময়িকভাবে অব্যহতি নিয়ে একটি প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে। জানা গেছে প্রজ্ঞাপনটি ভুয়া। 

সোমবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে প্রজ্ঞাপনটি যে ভুয়া তা বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ৭ নভেম্বর তারিখে ১৪১ নম্বর স্মারকে বিভিন্ন সংস্থার চাকরিতে মাস্টার রোলের কর্মচারীদের চাকরি/কর্মে সাময়িকভাবে অব্যহতির প্রজ্ঞাপনটি ভুয়া। সুতরাং, এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত