সাভারে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

| আপডেট :  ১১ নভেম্বর ২০২৪, ০২:৫৮  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২৪, ০২:৫৮

ঢাকার সাভারে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত সোহেল (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

সোমবার (১১ নভেম্বর) সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রোববার (১০ নভেম্বর) ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ নভেম্বর উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের মেইটকা এলাকার একটি ইটভাটা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। গত ৩১ অক্টোবর তিনি নিখোঁজ হন। গ্রেপ্তার হওয়া সোহেল (২০) নোয়াখালীর মাইজদীর বান্দেরহাট এলাকার বাসিন্দা বলে জানা যায়।

নিহত দেলোয়ার হোসেন পরিবারের সঙ্গে তেঁতুলঝোরা ইউনিয়নের ঝাউচর এলাকায় থেকে রিকশাভ্যান চলাতেন। তার বাবার নাম নূর নবী। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী থানার চরকল্লা গ্রামে।

র‍্যাব জানায়, গত ৩১ অক্টোবর কাজে যাওয়ার সময় ঝাউচর এলাকায় কয়েকজন ব্যক্তি দেলোয়ারকে মারধর করে। বিষয়টি তিনি পরিবারকে জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। ওই দিন বিকেলে কাজে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর গত ৪ নভেম্বর মেইটকা এলাকার এবিএম ইটভাটা থেকে অর্ধগলিত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় তদন্তে নেমে হত্যাকাণ্ডের মূল হোতা অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, পূর্ব শত্রুতা ও নারীঘটিত কারণে দেলোয়ারকে হত্যার পরিকল্পনা করা হয়। এরপর গত ৩১ অক্টোবর তাকে বাসা থেকে ডেকে নিয়ে তার গায়ে প্রথমে চাকু দিয়ে আঘাত করে পরে তা দিয়ে গলায় পোঁচ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত