মিরাজের অন্যরকম সেঞ্চুরি

| আপডেট :  ১১ নভেম্বর ২০২৪, ০৪:১২  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২৪, ০৪:১২

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে টস করতে নেমেই দারুণ এক রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৩তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। মিরাজ জানিয়েছে, ‘আমার জন্য এটি দারুণ মুহূর্ত’।

 

আজ সংযুক্ত আরব আমিরাতের শারজাতে ক্যারিয়ারের শততম ওয়ানডে খেলবেন মিরাজ। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালদের পর এবার সেই তালিকায় এবার যোগ হলেন মিরাজও।

 

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিক। ২৭২টি ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় সাকিব আল হাসান খেলেছেন ২৪৭টি ওয়ানডে ম্যাচ। দুইশর অধিক ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফী বিন মোর্ত্তজারও।

 

এ ছাড়াও বাংলাদেশের জার্সিতে একশ বেশি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার সুমন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত