হত্যা মামলার আসামি ‘শেখ বশির’ : উপদেষ্টা সেখ বশির বললেন, জানি না

| আপডেট :  ১১ নভেম্বর ২০২৪, ০৪:৪০  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২৪, ০৪:৪০

অন্তর্বর্তীকালীন সরকারের আরও তিন নতুন উপদেষ্টা গতকাল রোববার (১০ নভেম্বর) শপথ নিয়েছেন। শপথ নেওয়া তিন উপদেষ্টার মধ্যে ব্যবসায়ী সেখ বশিরউদ্দীন বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তিনি জুলাই-আগস্টের আন্দোলনে গুলিতে নিহত এক যুবকের হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

জানা যায়, গত ২০ অক্টোবর ঢাকার রামপুরা থানায় হওয়া একটি হত্যা মামলায় আসামি হিসেবে এই ব্যবসায়ীর নাম রয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা কলেজ সড়কের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম বাদী হয়ে তার ছেলে শোহান শাহ নিহতের ঘটনায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, মাগুরা- ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, যশোরের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দীনসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি রয়েছেন ২০০ থেকে ৩০০ জন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন শোহান। এর ৩৯ দিন পর ২৭ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার এজাহারে শেখ বশিরউদ্দীন ৪৯ নম্বর আসামি।

এদিকে গতকাল শপথ নেওয়ার পর আজ সোমবার (১১ নভেম্বর) সকালে প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এ সময় তার নামে মামলার বিষয়ে তিনি বলেন, আমি মামলার আসামি কি না জানি না। কারণ মামলার নথিতে পিতার নামে অমিল রয়েছে। যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সাথে আমার কোন দ্বিমত নেই। তবে আমার ধারণা ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়।

নতুন বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমি ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গেই ছিলাম। সামনে বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবো। মানুষের কষ্ট আমি বুঝি। নতুন উপদেষ্টার দায়িত্ব নিয়ে ব্যবসায়ী হিসেবে আমার সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি।

শেখ বশিরউদ্দীন বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অঙ্ক যেটা বেড়েছে, ক্রয়ক্ষমতা সেভাবে বাড়েনি, বরং ক্রয়ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে এ উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব।

এর আগে রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন শেখ বশির উদ্দিন। পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া বাকি দুজন হলেন- মোস্তফা সরয়ার ফারুকী ও মো. মাহফুজ আলম।

এদিকে শপথ গ্রহণের পরেই বঙ্গভবনের সামনে শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, বশিরউদ্দীন আওয়ামী লীগের দোসর। তাকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। তাই উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশিরকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত