ঋষভ পান্তের ইনজুরিতে আরও বিপদে ভারত

| আপডেট :  ১৭ অক্টোবর ২০২৪, ০৭:১৫  | প্রকাশিত :  ১৭ অক্টোবর ২০২৪, ০৭:১৫

ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে হাঁটুর আঘাতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে রভীন্দ্র জাদেজার একটি বল নিচু হয়ে পান্তের ডান হাঁটুতে আঘাত হানে, যেটিতে তিনি কিছুদিন আগে অস্ত্রোপচার করিয়েছিলেন।

আঘাতের পর পান্তকে দুজনের সাহায্যে মাঠ ছাড়তে হয়, এবং বাকি সময় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন ধ্রুব জুরেল। ২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনার পর পান্তের হাঁটুর অস্ত্রোপচার হয় ২০২৩ সালে। চলতি বছরই তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। তবে সাম্প্রতিক এই আঘাত তার জন্য নতুন সমস্যার ইঙ্গিত দিচ্ছে, কারণ একই হাঁটুতে এখন আবারও কিছুটা ফোলাভাব দেখা দিয়েছে।

খেলার শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘হ্যাঁ, দুর্ভাগ্যবশত বল সরাসরি তার হাঁটুতে লাগে। একই পা যেটাতে তার অস্ত্রোপচার হয়েছিল। ফলে এখন কিছুটা ফোলাভাব রয়েছে সেখানে। হাঁটুটা এখন বেশ সংবেদনশীল, তাই তাকে সতর্কতামূলকভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু ওই পায়েই বড় একটি অস্ত্রোপচার হয়েছে, তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। আশা করছি, সে দ্রুত সেরে উঠবে।’

এই টেস্টে ভারত শুরু থেকেই ইনজুরির ধাক্কায় ছিল, কারণ প্রথম সারির ব্যাটার শুভমান গিলও ঘাড়ে ব্যথার কারণে খেলতে পারেননি। এখন পান্তের ইনজুরি ভারতের সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে, ভারতের ইনিংস ৪৬ রানে গুটিয়ে যায়, যা ভারতের মাটিতে তাদের সর্বনিম্ন টেস্ট স্কোর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত