চট্টগ্রামে ৪ ডিসেম্বর থেকে ৫ দিনব্যাপী ফার্নিচার মেলা
আগামী ৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ১৪তম চট্টগ্রাম ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ৫ দিনব্যাপী এ মেলা শেষ হবে ৯ ডিসেম্বর।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের নগরের একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টসের সঙ্গে চুক্তি সাক্ষর ও মেলার প্যাভিলিয়ন বরাদ্দ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এএসএম নুরউদ্দিন এবং ১৪তম চট্টগ্রাম ফার্নিচার মেলার আহ্বায়ক মো. নুরুল আযম খাঁন। এ ছাড়া ইভেন্ট’স ম্যানেজমেন্টের পক্ষে স্বাক্ষর করেন চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন এবং ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক তাসরিনা উদ্দিন।
১৪তম চট্টগ্রাম ফার্নিচার মেলার চিফ কো-অর্ডিনেটর ও চিটাগাং ইভেন্টসের সিইও মো. মনজুরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান, মেলা কমিটির সদস্য সচিব মো. আল ইকবাল, সমিতির সম্মানিত অর্থ সম্পাদক ও মেলা কমিটির সদস্য মো. জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক ও মেলা কমিটির সদস্য মো. মহিউদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মেলা কমিটির সদস্য মোহাম্মদ ইয়াছিন এবং যুগ্ম-সম্পাদক ও সদস্য সৈয়দুর রহমান আজিজ, সহ-দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবদুল মালেক, মেলা কমিটির সদস্য সুমন প্রমুখ।
এ ছাড়া বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, বিভাগীয় সহ-সভাপতি ও বলিরহাট ইউনিট সভাপতি মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ, ধর্ম বিষয়ক মো. আবদুল মালেক, কার্যকরী সদস্য ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী মো. শাহ আলম, কার্যকরী সদস্য মো. নাজের, মো. আবুল কালাম ও মোস্তাফা আহমেদ খোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে চিটাগাং ইভেন্টসের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারহানা সাবরীন রীমা, ইভেন্ট ম্যানেজার মো. শাহীন, একাউন্টস ম্যানেজার রীমা বড়ুয়া, ইভেন্ট সিনিয়র এক্সিকিউটিভ মো. রাসেল, মো. ফারুক, মো. মেহেদী হাছান, মো. পারভেজ, অর্ণব চৌধুরী, মো. সাইফুল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত