ঢাবি আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক পেলেন ফারিয়া রউফ রিয়া

| আপডেট :  ১২ নভেম্বর ২০২৪, ০৮:১২  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২৪, ০৮:১২

স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসআরটি)-এর মাস্টার্সের শিক্ষার্থী ফারিয়া রউফ রিয়া ‘আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক- ২০২৪’ লাভ করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান স্বাগত বক্তব্য দেন। এসময় ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদকপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। অত্যাধুনিক গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেয়ার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত