সিওয়াইবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার কমিটি ঘোষণা

| আপডেট :  ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৫  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৫

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী খালেদ নূরকে সভাপতি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহফুজুর রহমানকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’র সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র। 

মঙ্গলবার (১২ নভেম্বর) গঠিত নতুন কমিটির অপর সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ মন্ডল, জান্নাতুল ফেরদৌস তায়্যিবা। সাংগঠনিক সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক মো. রাকিবুল ইসলাম। দপ্তর সম্পাদক মুহাম্মদ মুশফেকুচ সাকেরিন যাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এন এম রিয়াজুল ইসলাম, মিডিয়া সম্পাদক নুসরাত জাহান মীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম সাগর, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. জুনায়েদ হাসান সানি, আইন সম্পাদক শরিফুল ইসলাম মাহবুব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল হক ইমন এবং কার্যকরী সদস্য মো. মুহাসিন আলী ও মারুফুল আলম খান। 

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৪টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত