শ্বশুরবাড়ি গিয়ে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা শফিকুল, অতঃপর…
| আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:০৯
| প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:০৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতা শফিকুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সোনারগাঁও উপজেলার নোয়াপাড়ার কুড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলাম উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিন মোল্লার ছেলে। তিনি গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শকিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনারগাঁও থানার নোয়ারপুর কুড়িপাড়া এলাকায় তার শশুরবাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত