হত্যা মামলায় সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী ২ দিনের রিমান্ডে

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২৪, ০৬:০২  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২৪, ০৬:০২

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চালাকালে জোবায়ের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) মো. মহিউদ্দিন ফারুকীকে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল সরদার তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করে শুনানি করেন। 

এর আগে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাঙামাটি জেলার কাউখালীর বেতবুনিয়া এলাকা মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগ  সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মো. মহিউদ্দিন ফারুকী এ মামলার ৫৯নং এজাহারনামীয় আসামি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত