‘আমরা সমর্থন প্রত্যাহার করলে আ.লীগ আপনাদের টুকরো টুকরো করবে’

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৭  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৭

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদের নিয়োগ নিয়ে চারিদিকে সমালোচনা হচ্ছে। এই সরকারের প্রতি জাতীয়তাবাদী দলের সমর্থন রয়েছে। তবে যদি আমরা যদি সমর্থন প্রত্যাহার করে নিই তাহলে আওয়ামী লীগ কিন্ত আপনাদের টুকরো টুকরো করে ফেলবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চারবাগডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে সমর্থন দিয়েছি। তবে আপনার যদি অন্য কোনো এজেন্ডা বা উদ্দেশ্য নিয়ে পথ চলতে চান তাহলে এই দেশের জাতীয়তাবাদী শক্তি তা কখনো মেনে নেবে না। আপনাদের মতো শেখ হাসিনাও গত ১৫ বছর বয়ান দিয়েছিল উন্নয়ন না গণতন্ত্রের। এই আওয়াজ দিয়ে তিনি গত ১৫ বছর মানুষের ওপর জুলুম করেছেন। আর আপনারা আজকে নতুন স্লোগান তুলেছেন আগে সংস্কার নাকি নির্বাচন। 

তিনি আরও বলেন, সংস্কার নাকি নির্বাচন এই কথা বলে নির্বাচনকে দূরে সরানো যাবে না। একটি নির্বাচিত শক্তিশালী সরকার ছাড়া দেশের সংকটের সমাধান হবে না।

হারুনুর রশীদ বলেন, হেফাজতে ইসলাম শাপলা চত্বরে ইসলামকে নিয়ে কটুক্তি ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সমাবেশ ডেকেছিল। ব্লগাররা ইসলামের বিরুদ্ধে ও নবীর (সা.) এর বিরুদ্ধে যে কটুক্তি করছে তাদেকে শাস্তির আওতায় আনতে হবে। আর সেই রাতে অপরাশেন চালিয়ে মাদরাসার ছাত্র ও আলেম জনতাকে তারা হত্যা করেছিল, তার জবাবও হাসিনাকে দিতে হবে।

চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, তাঁতী দলের জেলা সভাপতি আতাউর রহমান, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেজর ডালিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম, শাহাজানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুকুল হোসেনসহ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত