বরিশালে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৪  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৪

বরিশালের হিজলায় জুনায়েদ নাামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর গুয়াবাড়িয়ার তালতলা গ্রামের মুরগির ফার্ম থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জুনায়েদ ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. নজরুল ইসলাম মালের ছেলে ও স্থানীয় ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

জুনায়েদের বাবা নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে জুনায়েদ ভাত খেয়ে ঘর থেকে বের হয়। দীর্ঘসময় ঘরে না ফেরায় রাত সাড়ে ৯টার দিকে তার মা খুঁজতে বের হয়। পরে বাড়ির সামনে তাদের মুরগির ফার্মে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। আমার ছেলের পা হাঁটু পর্যন্ত মাটিতে ছিল। এতে আমরা ধারণা করছি, কেউ মেরে গলায় তোয়ালে পেঁচিয়ে জুনায়েদকে ঝুলিয়ে রেখেছে। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

হিজলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে জুনায়েদের মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত