বেপরোয়া বাস কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৫  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৫

সিলেট তামাবিল সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সাদিকুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ১০ নম্বর কুপের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত সাদিকুর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মৃত লাল মিয়া হাজীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক চতুল বাজার শাখায় নিয়োজিত ছিলেন।

তামাবিল হাইওয়ে পুলিশের ওসি হাবিবুর রহমান বলেন, সাদিকুর রহমান বাড়ি ফেরার পথে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিলেট তামাবিল সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত