দুই ভাইয়ের পর এবার পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০৭  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০৭

পটুয়াখালীর বাউফলে দুই ভাইয়ের মৃত্যুর এক সপ্তাহের ব্যাবধানে আবারো পানিতে ডুবে ওমর ফারুক নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহির দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওমর ফারুক মো. ইব্রাহিম ও নূপুর বেগম দম্পতির একমাত্র সন্তান।

ওই শিশুর চাচা মো. বায়জিদ জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা মো. ইব্রাহিম বাড়ি থেকে কিছুটা দূরে খালে বড়শি ফেলতে গেলে তার অজান্তে পেছনে ছুটে যায় ওমর ফারুক। এদিকে ঘরে না দেখে খোঁজ নিতে থাকে শিশুটির মা নূপুর বেগম। পরে বাড়ির সামনের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন কালবেলাকে বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমি আবগত নই। পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর এক সপ্তাহে এমন ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক।

এর আগে বাউফলে পানিতে ডুবে ইমাম হোসেন (৬) ও আবুবকর (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে বাড়িতে যান। ফিরে গিয়ে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবু বকরকে একই পুকুর থেকে জাল টেনে উদ্ধার করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত