সাফজয়ীদের পুরস্কৃত করল সাউথইস্ট ব্যাংক

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪

টানা দ্বিতীয় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিল সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ এম আউয়াল।

সাফজয়ী নারী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ টাকা এবং স্টাফদের ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। দলের প্রত্যেক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে একটি করে ভিসা ডেবিট কার্ডও দেওয়া হয়েছে, যা দেশে এবং দেশের বাইরে ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম। এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আজিম উদ্দিন আহমেদ, জোছনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের অদম্য মেয়েরা যেভাবে নেপালের বিপুল সমর্থকের চ্যালেঞ্জকে অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে, তা জাতিকে গর্বিত করেছে; নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশের অদম্য মেয়েরা উন্নত সুযোগ-সুবিধা ছাড়াই, অনেক সংগ্রাম এবং পরিশ্রম করে এই পর্যায়ে সাফল্য এনে দিয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত