বিজ্ঞপ্তি ছাড়াই সাবেক ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে সার্কুলার ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের দপ্তরে সেকশন অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ব্যক্তিগত সহকারী বানিয়েছেন নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচী ও মিছিলে তাকে অংশগ্রহণ করতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সাথে বিভিন্ন মিটিং এর ছবিতে দেখা যায়।
এ ছাড়াও তিনি আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মানিক ওরফে বোমা মানিকের ভাতিজা। যিনি গত ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন।
নিয়োগের বিষয়ে নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, নিয়োগটি উপাচার্য নিজে দিয়েছেন।
সার্কুলার ছাড়াই নিয়োগ দিতে পারেন কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপাচার্য তার ক্ষমতা বলে চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখরের সাথে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
নিয়োগের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, নিয়োগের বিষয়ে আমি কিছু জানি না। তাই আমি কিছু বলতে পারবো না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত